মঈন খানের বাসায় কূটনীতিকদের বৈঠক

প্রকাশঃ জানুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ৯:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৯ পূর্বাহ্ণ

moin khanনিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম’

রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের বাসায় বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা।

রাজধানীর গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের ৯ নম্বর বাসায় বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটায় ইইউ ভুক্ত বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বৈঠকে বসেন।

ইউরোপীয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধি পিয়েরে মাইয়েদুর নেতৃত্বে ফ্রান্স, স্পেন, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতরা মঈন খানের বাসায় বৈঠকে অংশ নেন।

বৈঠকে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অবসরপ্রাপ্ত এয়ার কমোডর শফিকুর রহমান সহ অন্যরা।

সাড়ে ৯টায় গুলশানে মঈন খানের বাসায় থেকে বেরিয়ে যাওয়ার সময় রাষ্ট্রদূত কিংবা বিএনপি নেতা কেউ কিছু বলতে চাননি।

রাষ্ট্রদূতদের গাড়িগুলোর সঙ্গে অন্য একটি গাড়িতে দ্রুত বেরিয়ে যান মঈন খান ও মুশফিকুর রহমান।

মাহবুবুর রহমান সাংবাদিকদের প্রশ্নের মুখে শুধু বলেন, “একটি নৈশভোজ ছিল, তাতে যোগ দিতে এসেছিলাম।”

তবে বিএনপির একটি সূত্র জানায়, বর্তমান পরিস্থিতি তুলে ধরতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়েছল। বৈঠক বিএনপির পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি ও সঙ্কট উত্তরণের বিষযে তাদের বক্তব্য তুলে ধরা হয়।

তাদের সঙ্গে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার এবং কানাডা হাইকমিশনের একজন কর্মকর্তা।

উল্লেখ্য, বুধবার পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে অনির্ধারিত বৈঠক করেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধিরা। বৈঠকে চলমান পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেছিলেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

৩ জানুয়ারি থেকে গুলশানের নিজ কার্যালয়ে অবরুদ্ধ আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ এর কর্মসূচি পালনে সরকার বাধা দেয়ায় সেদিনই অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

এর মধ্যে গতকাল মঙ্গলবার চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে গুলি ও গাড়ি পুড়ি পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে।

এর পরিপ্রেক্ষিতে গতকালই গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। রিয়াজ রহমানকে গুলি করার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন তারা। একই সঙ্গে তারা শান্তি ফিরিয়ে আনতে শিগগির সংলাপেরও তাগিদ দেন।

প্রতিক্ষণ/এডি/আবিদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G