মওদুদের বিরুদ্ধে চার্জ শুনানি ১৪ জুলাই

প্রকাশঃ জুন ২৮, ২০১৫ সময়ঃ ১:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

moududবিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতির মামলায় চার্জগঠন বিষয়ে শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার মামলার চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু মওদুদ আহমেদ আদালতে হাজির না হওয়ায় তার পক্ষে সময়ের আবেদন করেন অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ।

শুনানি শেষে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ইসরাইল হোসেন আগামী ১৪ জুলাই চার্জ শুনানির জন্য দিন ধার্য করেন।

মামলায় অভিযোগ করা হয়, সম্পদের হিসাব বিবরণীতে মওদুদ জ্ঞাত আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এমন ৭ কোটি ৩৮ লাখ ৬৪ হাজার ২৮৭ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

এমন অভিযোগে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক শরিফুল হক সিদ্দিকী বাদী হয়ে মওদুদ আহমদের বিরুদ্ধে গুলশান থানায় এ মামলাটি দায়ের করেন।

 প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G