মতিঝিলে বাণ্যিজিক ভবনে আগুন

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৫ সময়ঃ ৫:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৬ অপরাহ্ণ

Dilkhusa-agunরাজধানীর মতিঝিলে ৬৩ দিলকুশা মিয়া আমানউল্লাহ নামের ৭ তলার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার বিকেল সোয়া ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সার্ভিসের ১০টি ইউনিট। এই ভবনের বিপরীত পাশেই বঙ্গভবন এলাকা।

ভবনটির পাশের ভবনে রয়েছে মার্কেন্টাইল ব্যাংকের হেড অফিস।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, ইউনূস সেন্টারের পাশে মিয়া আমানউল্লাহ নামের ৭  তলাবিশিষ্ট ওই ভবনটির দ্বিতীয় তলায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেডের কার্যালয়ে আগুন লাগে।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে মতিঝিল ও সদর দফতর থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট পাঠানো হয়। তবে সোয়া ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিসের আরো ৪টি ইউনিট সেখানে পাঠানো হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছে তারা। তাৎক্ষনিকভাবে আগুনের কারণও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেন তিনি।

আগুন নিয়ন্ত্রণকালে বিকেল ৫ টার দিকে ভবন থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের ধোয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

তিনি আরো জানান, ওই ভবনটিতে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির কার্যালয় রয়েছে।

প্রতিক্ষণ/এডি/মাহফুজ

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G