মতিন হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

প্রকাশঃ আগস্ট ১৭, ২০১৬ সময়ঃ ৫:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

201_124174

জয়পুরহাটে আবদুল মতিন (৩০) হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ওই মামলায় আরো একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। বুধবার দুপুর আড়াইটার দিকে জেলা ও দায়রা জজ মো. আবদুর রহিম এ দণ্ডাদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ধারকী গ্রামের ওয়াজেদ আলী, তার দুই ছেলে আনু ও আবু হাসান, চৈতুন মোল্লা, ছাফাদুল, মছির উদ্দিন ও মুন্টু। এদের মধ্যে আসামি মুন্টু জামিনে গিয়ে পলাতক আছেন। অপর আসামি মাহবুব আলম বাবুকে যাবজ্জীবন সাজার রায় দিয়েছেন বিচারক।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৭ অক্টোবর সকাল ৭টার দিকে ধারকী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুল মতিনকে পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

ওই ঘটনায় নিহতের বড় ভাই শাহ আলম একই গ্রামের ৯ জনকে আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। মামলা চলাকালে মন্তাজ নামের এক আসামির মৃত্যু হয়।

মামলায় দীর্ঘ শুনানির পর আজ বুধবার (১৭ আগস্ট) জেলা ও দায়রা জজ আদালতে বাকি আট আসামির মধ্যে সাতজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবনের সাজার রায় দেন বিচারক।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G