মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৯৪

প্রকাশঃ জুন ২১, ২০১৫ সময়ঃ ৩:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

Indiaমুম্বাইয়ে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। মদপানের ওই ঘটনায় মুম্বাইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৪৫ জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

মুম্বাই পুলিশ জানায়, নিহতদের অধিকাংশ অটোরিকশা চালক, পুরোনো কাপড় ও ভাঙ্গাড়ি সংগ্রাহক।
বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে মালাদ শহরতলির লক্ষ্মীনগর বস্তিতে এসব লোক বিষাক্ত মদ পান করে। প্লাস্টিক ব্যাগে এই মদ বিক্রি করা হয়।

মুম্বাই পুলিশ কমিশনার রাকেশ মারিয়া বলেন, কর্তব্যে অবহেলার জন্য মালওয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকাশ পাতিলসহ আট পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এদিকে এ মামলায় গ্রেপ্তারকৃত তিন ব্যক্তিকে শুক্রবার স্থানীয় একটি আদালতের মাধ্যমে এ মাসের ২৬ তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে। এ ঘটনায় অপর তিন সন্দেহভাজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মুম্বাইয়ে ২০০৪ সালেও এ ধরনের একটি ঘটনায় বিষাক্ত মদপানে ৮৭ জন মারা গিয়েছিল। সূত্র: ইন্ডিয়া টুডে

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G