মাওয়া-কাওরাকান্দিতে নৌযান চলাচল বন্ধ
জেলা প্রতিবেদক
আজ রোববার (২৬ জুলাই) বেলা ১১টা থেকে মাওয়া-কাওরাকান্দি নৌপথের সবগুলো ঘাটে লঞ্চ ও সিবোট চলাচল বন্ধ করা হয়েছে। পদ্মা নদী উত্তাল থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে শরীয়তপুরের মঙ্গল মাঝির ঘাট, মাদারীপুরের কাঁঠালবাড়ি ও কাওরাকান্দি ঘাটে কয়েক হাজার যাত্রী আটকা পড়েছেন।
মাওয়া-কাওরাকান্দি নৌপথের মঙ্গল মাঝির ঘাটের ব্যবস্থাপক মোকলেছ মাতবর বলেন, ঘাটগুলোতে ঢাকামুখী যাত্রীদের ভিড় রয়েছে। নদীতে স্রোত থাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লঞ্চ চালানো বন্ধ করার ঘোষণা দেন। এতে যাত্রীরা ভোগান্তির মুখে পড়েন।
বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান বলেন, আবহাওয়া খারাপ থাকায় পদ্মা নদী বেশ উত্তাল। এ কারণে লঞ্চ, সিবোট ও ট্রলার চলাচল বন্ধ করা হয়েছে। কাওরাকান্দি ঘাট থেকে ফেরি চলাচল করছে। কিছু যাত্রী ফেরিতে পারাপার করা হচ্ছে।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া