মাগুরায় পেট্রোল বোমায় দগ্ধ এক শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
মাগুরার মঘীরঢালে বালুর ট্রাকে পেট্রোলবোমা হামলায় দগ্ধ ৯ জনের মধ্যে রওশন আলী বিশ্বাস (৩৫) নামে এক ট্রাক শ্রমিক মারা গেছেন।
শনিবার দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
আশঙ্কাজনক বাকি ৮ জনের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে।
ঢামেক হাসপাতাল ফাঁড়ির সহকারী ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত রওশন মাগুরা সদরের মালিক গ্রামের আব্দুস সালাম বিশ্বাসের ছেলে। একই ঘটনায় রওশনের ছোট ভাই ইলিয়াস হোসেনও (৩২) গুরুতর দগ্ধ হয়েছেন।
এর আগে শনিবার রাত ৮ টার দিকে বালু শ্রমিকরা কাজ শেষে ট্রাকে মাগুরায় ফিরছিলেন। এ সময় মাগুরা-যশোর মহাসড়কের মঘিরঢাল এলাকায় ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকটিতে আগুন ধরে গেলে ৯ শ্রমিক দগ্ধ হন।
অন্য দগ্ধ শ্রমিকরা হলেন- নাজমুল হোসেন (২৫), ইলিয়াস আলী (৩৫), মো. মতিন (৩০), আরব আলী (২৫), ফারুক আহম্মদ (৪০), ইমরান (৩২), শাকিল হোসেন (৩০), ও ইয়াদুল ইসলাম (৪৮)। এর মধ্যে ট্রাকচালক ইমরান আলীর বাড়ি ফরিদপুরের কামারখালি, আর বাকি ৮ জনের বাড়ি মাগুরার সদর উপজেলার মালিক গ্রামে।
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক দেবাশিষ বিশ্বাস জানান, পেট্রোলবোমায় দগ্ধদের শরীরের ৫০ থেকে ৬০ ভাগ পুড়ে গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
প্রতিক্ষণ/এডি/মিলন