মাগুরায় মায়ের হাতে তিন বছরের মেয়ে খুন

প্রকাশঃ মার্চ ৮, ২০২০ সময়ঃ ৫:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪২ অপরাহ্ণ

মাগুরা প্রতিনিধি

মাগুরায় মায়ের হাতে তিন বছরের শিশু গলা টিপে হত্যা হয়েছে।

মাগুরায় আজ রবিবার আনুমানিক দুপুর একটার সময় মাগুরা হাজ্বী রোডের, কলেজ পাড়ায় মৃত শাহাদাত হোসেনের বাড়ির ভাড়াটিয়া সুফিয়া বেগম তাঁর তিন বছরের কন্যা সন্তান মাহী কে গলা টিপে হত্যা করার পর পানিতে ডুবিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে তার ব্যবহারকৃত গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে বাসা ও তার মেয়েকে পোড়ানোর চেষ্টা করে।

এমতাবস্থায় এলাকার স্থানীয় লোকজন ভাড়াটিয়ার তিন তলার বাসায় আগুনের ধোঁয়া দেখে স্থানীয় ফায়ার সার্ভিস খবর দেয়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণ করে এবং মাহীকে কে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডাক্তার পরীক্ষিত পাল তাঁকে মৃত ঘোষণা করে। পরে মাহিকে তাঁর নিজ বাসায় ফিরে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

মাহির মা সুফিয়া সাংবাদিকদের কাছে স্বীকার করেন যে তিনি তাঁর তিন বছরের কন্যা সন্তানকে গলা টিপে হত্যা করেছেন।কী কারণে হত্যা করেছেন এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন আমি নিজে ক্যান্সারের রোগী আমি নিজেও বাঁচব না আমার মেয়েকেও রাখব না এ জন্যই আমি আমার কন্যাকে হত্যা করেছি। তবে এ ব্যাপারে আমি কাউকে দোষারোপ করব না।উল্লেখ্য সুফিয়ার দুই স্বামীর মধ্যে মাহির বাবা মনু মিয়া তার দ্বিতীয় স্বামী এবং প্রথম পক্ষের স্বামী আবু তালেব দুটি কন্যা সন্তান আছে।প্রথম পক্ষের স্বামীর কন্যা সন্তান হচ্ছেন তানজিয়া যিনি অনার্স পড়ে আর নাজিয়া যিনি ইন্টারমিড়িয়েট পড়েন
প্রথম পক্ষের স্বামীর দুই কন্যাসন্তান বলেন তাঁরা তাঁদের বোনকে দীর্ঘদিন ধরে লালন পালন করে আসছেন।

সুফিয়া ঝালকাঠি জেলার নলসিটি থানার দক্ষিণ খাজুরা গ্রামের সাহাজ উদ্দিনের মেয়ে। 2000 সাল থেকে মাগুরা শহরে বসবাস করে আসছেন তিনি। সুফিয়া বলেন তাঁর দ্বিতীয় স্বামী মনু মিয়া তাঁর কন্যা সন্তান মাহির বয়স যখন দুই মাস তখন তার সাথে ডিভোর্স হয় এবং ২য় পক্ষের স্বামী মনু মিয়া মাগুরা পৌরসভার লক্ষ্মীকান্দর এলাকায় বসবাস করেন। প্রথম স্বামী আবু তালেবে ও ২য় স্বামী মনুমিয়ার সাথে সুফিয়ার কোনও যোগাযোগ নেই। স্থানীয় কেউ কেউ বলছেন সুফিয়া একজন মাদকসেবী।

তার প্রথম পক্ষের কন্যাদ্বয় তার বোন মাহী হত্যা বিচারের দাবী জানাচ্ছে প্রশাসনের কাছে। পরবর্তীতে মাগুরা সদর থানার পুলিশ সুফিয়া আটক করে থানায় নিয়ে ।

এ ব্যাপারে মাগুরা সদর থানার ওসি তদন্ত সাইদুর রহমানকে জিজ্ঞাসা করলে তিনি বলেন প্রাথমিকভাবে এটা জানা গেছে যে সুফিয়া তার মেয়ে মাহিকে গলা টিপে হত্যা করেছে।তবে কি কারনে হত্যা করেছে তা এখনো পরিস্কার নয়। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। নিহত মাহীর লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G