মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩০
মাগুরা প্রতিনিধিঃ মোহাম্মদ ইউনুছ আলী
আজ দুপুরে মাগুরা-যশোর মহাসড়কের মঘীরঢাল এলাকায় দুইটি বাস ও একটি মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত ও ৩০ জন আহত হয়।
তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসা হলে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে গিয়ে আহতদের পাশে থেকে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করেন মাগুরা জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে হটলাইন টীম। যুবলীগের আহবায়ক মোহম্মদ ফজলুর রহমান ও যুবলীগের অন্যতম সদস্য মীর মনিরুল ইসলাম লিটন আহতদের চিকিৎসা নিশ্চিত করেন এবং যারা নিহত হয়েছেন তাদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করার জন্য সহযোগিতা করেন।
এছাড়া দুর্ঘটনায় নিহত ফকরুল ইসলাম কে গোসল শেষে কাফন ও জানাজা ব্যবস্থা করে নরসিংদী জেলার পূর্ব দত্ত পাড়া এবং আরিফ মোল্যা, আমিনুর মল্লিক ও নূর ইসলামকে যশোর জেলায় আপনজনের কাছে দ্রুত পাঠাবার ব্যবস্থা করেন করোনাকালীন সময়ে মানবতার দৃষ্টান্ত স্থাপনকারী জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক মোঃ ফজলুর রহমান এবং যুবলীগ হটলাইন টীমের সদস্যরা।