মৎস্য অফিসে ককটেল হামলা, গাড়িতে আগুন
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
মাগুরা জেলা মৎস্য ভবনে ৮ থেক ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় আগুনে পুড়ে গেছে গ্যারেজে রাখা জেলা মৎস্য কর্মকর্তার ব্যবহৃত একটি জিপ গাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি রাখার ঘরটিও।
সোমবার আনুমানিক রাত পৌনে ২ টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মৎস্য অফিসের ফার্ম ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, মৎস্য অফিসের ক্যাম্পাসে মূল অফিস ভবন এলাকায় রাত পৌনে ২ টার দিকে পরপর ৮ থেক ১০টি ককটেল ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়।
এতে অফিস সংলগ্ন গ্যারেজে মৎস্য কর্মকর্তার ব্যবহৃত জিপ গাড়িতে আগুন লেগে যায়। এ সময় দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে আগুনে গাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।
অতিরিক্তি পুলিশ সুপার সুদর্শন রায় জানান, ঘটনাস্থলে কোনো আলামত না পাওয়ায় তাৎক্ষণিকভাবে আগুনের সঠিক কারণ বলা যাচ্ছে না। সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।
প্রতিক্ষণ/এডি/কাদের