মাঝারি মাত্রার ভূমিকম্প

প্রকাশঃ আগস্ট ২৩, ২০১৬ সময়ঃ ১০:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

eq_2

দেশের বিভিন্ন অঞ্চলে আজ মঙ্গলবার সকালে মাঝারি মানের ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সকাল ৮টা ১১ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস এই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ বলে জানিয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪০৯ কিলোমিটার পূর্বে মিয়ানমারের মলাইক এলাকায়। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০৬ কিলোমিটার গভীরে।

রিখটার স্কেলে ৪ থেকে ৪ দশমিক ৯৯ মাত্রাকে মৃদু ভূম্পিকম্প হিসেবে ধরা হয়। এছাড়া ৫ থেকে ৫ দশমিক ৯৯ মাত্রাকে ‘মাঝারি’, ৬ থেকে ৬ দশমিক ৯৯ মাত্রাকে ‘শক্তিশালী’, ৭ থেকে ৭ দশমিক ৯৯ মাত্রাকে ‘ভয়াবহ’ এবং মাত্রা ৮ এর বেশি হলে ‘অত্যন্ত ভয়াবহ’ ভূমিকম্প বিবেচনা করা হয়।

চলতি আগস্টের প্রথম দিন মিয়ানমারের পাকুক্কু এলাকায় রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্প হয়, যা চট্টগ্রাম অঞ্চল থেকেও অনুভূত হয়। এবারের ভূমিকম্পটিও চট্টগ্রাম ও পার্বত্য জেলাগেুলোতে অনুভূত হয়।

প্রতিক্ষণ/এডি/একে

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G