মাটি খুঁড়ে অলঙ্কার উদ্ধার

প্রকাশঃ জুলাই ৫, ২০১৫ সময়ঃ ৬:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

munsiBg_371242819মুন্সীগঞ্জে  একটি বাড়ি থেকে মাটি খুঁড়ে ছোট পাত্রে বহু বছরের পুরনো ‘স্বর্ণালঙ্কার ও রূপা’ উদ্ধার করা হয়েছে।রোববার দুপুর ২টার দিকে এগুলো উদ্ধার করা হয়েছে বলে জানা যায় তবে উদ্ধার হওয়া পাত্রে কি পরিমাণ অলঙ্কার রয়েছে তা পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  শারাবান তাহুরা  জানান,মাটির নিচে পাত্রে ‘স্বর্ণালঙ্কার’ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, স্বর্ণ ও রূপার মতো রঙ হওয়ায় প্রাথমিকভাবে তা সোনা ও রূপা বলেই ধারণা করা হচ্ছে।তবে  পরীক্ষা-নিরীক্ষার পর শতভাগ নিশ্চিত হওয়া যাবে। এরপর এর পরিমাণটা জানা যাবে।

এলাকাবাসী জানান,মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোল্লার ছেলে ফজলুল হক  ভবন নির্মাণের জন্য শ্রমিকদের দিয়ে মাটি কাটার কাজ করার সময় মাটির ৩ থেকে ৪ ফুট নিচে একটি সিলভারের পাত্র পান শ্রমিকরা। এতে পুরনো অলঙ্কার পাওয়া যায়।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G