মাধ্যমিক পরীক্ষার প্রশ্নফাঁস: আটক ৬

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৭ সময়ঃ ১১:৪২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৬ পূর্বাহ্ণ

1

মাধ্যমিক পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত  চক্রের ৬ জনকে রাজধানী থেকে আটক করা হয়েছে।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয় নি।

বেশ ক’বছর ধরে পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ উঠলেও কর্তৃপক্ষ তা স্বীকার করে নি। তবে এবছর বিষয়টি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ঢাকাসহ তিনটি বোর্ডের অধীনে রোববার অনুষ্ঠিত গণিত (আবশ্যিক) পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে সরব হয়ে উঠে গণমাধ্যম। সে অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান।

২ ফেব্রুয়ারী বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে ২০১৭ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। সর্বশেষ তত্ত্বীয় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ৩ মার্চ।

 

প্রতিক্ষণ/এডি/নাজমুল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G