মানহানি মামলায় সাংবাদিকের জামিন

প্রথম প্রকাশঃ জুন ১, ২০১৫ সময়ঃ ৯:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৭ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:

Rajsahiরাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের দায়ের করা মানহানি মামলায় অভিযুক্ত দুই সাংবাদিককে স্থায়ী জামিন দিয়েছেন আদালত।

রাজশাহী মুখ্য মহানগর হাকিমের আদালত মামলায় অভিযুক্ত দৈনিক কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রতিনিধি রোকন রাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলে তারা সোমবার দুপুরে আদালতে হাজির হন।

এসময় আসামী পক্ষের আইনজীবী মোমিনুল হক বাবু তাদের স্থায়ী জামিনের আবেদন করলে মুখ্য মহানগর হাকিম খালেদ হোসেন খানের আদালত জামিন মঞ্জুর করেন। তাদের আগামী ২ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

গত ১৬ এপ্রিল রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার রাবি উপাচার্যের দফতরে ঢুকে উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেন। এ ঘটনার সংবাদ প্রকাশের জেরে ১৯ এপ্রিল রাজশাহী মুখ্য মহানগর হাকিমের আদালতে কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম ও রাবি প্রতিনিধি রোকন রাকিবের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়।

প্রতিক্ষণ/এডি/জহির


আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G