মামলা করায় চোখ তুলে নিলো

প্রকাশঃ মে ১৪, ২০১৫ সময়ঃ ৬:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি

babaনারায়ণগঞ্জের রূপগঞ্জে ছেলেকে হত্যার পর এবার তার বাবা জালালউদ্দিনের চোখ তুলে নিয়েছে সন্ত্রাসীরা।এছাড়া তার সারা শরীরে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে।

বৃহস্পতিবার  দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জালালউদ্দিন নামে ওই ব্যক্তি তার ছেলে নজরুল ইসলাম বাবুর হত্যাকাণ্ডের পর ভিপি সোহেল বাহিনীকে দায়ী করে মামলা দায়ের করেন। আর এ কারনেই হামলার শিকার  হলেন তিনি।

জালালউদ্দিনের পারিবার প্রতিক্ষণকে জানায় মাছিমপুর  এলাকার সন্ত্রাসী ভিপি সোহেল বাহিনীর সন্ত্রাসীরা ইয়াবা, ফেনসিডিল, হেরোইন ও অস্ত্র ব্যবসা করে আসছে। এসব অপকর্মের প্রতিবাদ করায় ২০১১ সালের ৫ নভেম্বর ভিপি সোহেল বাহিনী দিনে দুপুরে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় তার পিতা জালালউদ্দিন বাদী হয়ে এ বাহিনীর  বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলা তুলে নিতে বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা। আগামী সপ্তাহে ওই মামলার স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।

পরিবারের দাবি, মামলার স্বাক্ষ্য গ্রহণের দিনটিকে সামনে রেখে জালালউদ্দিনকে মারধোর করে চোখ তুলে নিলো ভিপি সোহেলসহ তার বাহিনীর সদস্যরা।

রূপগঞ্জ থানার অফিসার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

এলাকাবাসী জানান, ভিপি সোহেলসহ তার বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় ছাত্রলীগের নাম ব্যবহার  করে টেন্ডারবাজি, হত্যাকাণ্ড, অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।

প্রতিক্ষণ/এডি/মেহেদী

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G