মারুফের সাথে পুষ্পিতার প্রথম ছবি

প্রথম প্রকাশঃ জুন ৫, ২০১৫ সময়ঃ ১০:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

pushpita 2প্রথমবারের মতো মারুফের সাথে জুটি বাঁধতে যাচ্ছেন এসময়ের অন্যতম ব্যস্ত নায়িকা পুষ্পিতা। মুস্তাফিজুর রহমান বাবুর পরিচালনায় ‘বিধ্বস্ত’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পুষ্পিতা পপি ।

কাজী হায়াৎ এর চিত্রনাট্যে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে এ্যাকশান ধাঁচের সিনেমা ‘বিধ্বস্ত’ । ছবিটি বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ঘিরে নির্মিত হচ্ছে।

চলতি মাসের ১২ তারিখ থেকে প্রথম অংশের শুটিং হবে বলে জানান নায়িকা পুষ্পিতা পপি। কাজী মারুফ, পুষ্পিতা পপি ছাড়াও এ ছবিতে দেখা যাবে চিত্রনায়ক রুবেল, অরিন, অমিত হাসান, কাজী হায়াৎসহ আরো অনেককে।

এতে গান থাকবে মোট পাঁচটি। এর মধ্যে একটি আইটেম গান থাকবে। গানগুলোতে কণ্ঠ দেবেন পড়শী, আরেফিন রুমি, মনির খান ও বেবি নাজনিন।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G