মার্কিন নভোচারী জিন কারনেন আর নেই

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৭ সময়ঃ ৪:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৯ অপরাহ্ণ

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, চাঁদের বুকে ঘুরে বেড়ানো মার্কিন নভোচারী জিন কারনেন মারা গেছেন। চাঁদে পা রাখা এই শেষ নভোচারীর বয়স হয়েছিল ৮২ বছর।

কারনেন একবার নন দুইবার চাঁদে গেছেন। অবশ্য আরও দুজন নভোচারীও চাঁদে দু’বার যাওয়ার সুযোগ পেয়েছেন। তবে চাঁদে পা রাখা নভোচারীদের মধ্যে তিনিই ছিলেন সর্বশেষ ব্যক্তি। ১৯৭২ সালে চাঁদে পা রেখেছিলেন কারনেন। এরপর আর কেউ চাঁদে যাননি।

সে সময় তিনি অ্যাপোলো-১৭ মিশনের কমান্ডার ছিলেন। এ পর্যন্ত ১২ জন নভোচারী চাঁদে গিয়েছিলেন এবং এদের মধ্যে এখনও ছয়জন জীবিত আছেন।

কারনেনের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে সোমবার তিনি মারা গেছেন।

অ্যাপোলো ১৭ মিশনের নেতৃত্ব দেয়ার আগে তিনি দু’বার মহাকাশে গিয়েছিলেন। একবার ১৯৬৬ সালে এবং পরে ১৯৬৯ সালে। ১৯৭৬ সালে তিনি নভোচারী হিসেবে অবসর গ্রহণ করেন এবং এরপর টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

১৯৩৪ সালের ১৪ই মার্চ কারনেন শিকাগোতে জন্মেছিলেন। তার পুরো নাম ইউজেন অ্যান্ড্রিউ কারনেন।

http://

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G