মালালাকে হামলাকারী আট জনকে খালাস
আন্তর্জাতিক ডেস্ক
শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানী কিশোরী মালালা ইউসুফজাইকে হত্যার চেষ্টাকারী সন্দেহে অভিযুক্ত কারাদণ্ড পাওয়া ১০ আসামীর আটজনকে ‘নির্দোষ’ হিসেবে খালাস দেওয়া হয়েছে।
এপ্রিলে পাকিস্তানের একটি আদালত ওই ১০ তালেবান যোদ্ধাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। তবে সংশ্লিষ্ট সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে, মাত্র দু’জনকে অভিযুক্ত করা হয়েছে। এক প্রতিবেদনে শুক্রবার এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, এই বিচারটি নিয়ে এমন গোপনীয়তা বিচার প্রক্রিয়াটির বৈধতা নিয়েই সন্দেহ জাগিয়ে তুলল।
২০১২ সালের অক্টোবরে সোয়াতের মিনগোরায় স্কুল থেকে ফেরার সময় ১৪ বছর বয়সী মালালার ওপর বর্বর হামলা চালায় বন্দুকধারী জিহাদীরা।
ওই হামলায় মালালা ছাড়াও তার দুই স্কুলসাথী কাইনাত ও শাজিদা আহত হয়েছিলেন। তালেবান ওই হামলার দায় স্বীকার করে।
ওই হামলায় করা মামলায় তালেবানের যে ১০ জিহাদীকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয় তারা হলেন- বিলাল, শওকত, সালমান, জাফর ইকবাল, ইসরারুল্লাহ, জাফর আলী, ইরফান, ইজহার, আদনান ও ইকরাম।
লন্ডনে পাকিস্তান হাইকমিশনের মুখপাত্র মুনির আহমেদ শুক্রবার বলেছেন, উপযুক্ত তথ্য-প্রমাণাদির অভাবে আটজনকে খালাস দেওয়া হয়েছে।
পাকিস্তানের সোয়াতের পুলিশপ্রধান সেলিম মারওয়াত নিশ্চিত করেছেন যে, মাত্র দু’নকে অভিযুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, ১০ জনের সংবাদ প্রকাশের পর লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মিরর অভিযুক্তদের অবস্থান সম্পর্কে খোঁজ করা শুরু করলে আটজনের মুক্তির বিষয়টি প্রকাশ পায়।
বন্দুকধারী হামলাকারী ও হামলায় নির্দেশ দানকারী তালেবান যোদ্ধারা আফগানিস্তানে পালিয়ে গিয়েছিলেন বলে ধারণা করা হয়েছিল।
তবে খালাস পাওয়া আট জিহাদী কোথায় রয়েছেন সে সম্পর্কে কিছুই জানা যায়নি।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর