মিনায় নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য
আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের মিনায় হজের আনুষ্ঠানিকতার সময় পদদলিত হয়ে নিহতদের নাগরিকত্ব নিশ্চিত করতে কূটনীতিকদের কাছে ১১০০ ব্যক্তির ছবি পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
অথচ এর আগে সৌদি কর্তৃপক্ষ পদদলিত হয়ে নিহতের সংখ্যা ৭৬৯ বলে উল্লেখ করে।সৌদি কর্তৃপক্ষের এই দুই রকম তথ্য নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে জনমনে।
এছাড়া মিনার দুর্ঘটনা নিয়ে সৌদি আরবের বিরুদ্ধে কথা বললেই গ্রেপ্তার করা হচ্ছে- এমন অভিযোগও রয়েছে।
গত দুই দিন আগেই ইরানের সংবাদ মাধ্যম নিহতের সংখ্যা ১৩শ’র বেশি বলে উল্লেখ করেছে।
সোমবার বার্তা সংস্থা এপি, গার্ডিয়ান অনলাইন সংস্করণে ভারত ও পাকিস্তানের কর্মকর্তাদের উদ্ধৃতি ১১০০ ব্যক্তির ছবি পাঠানোর কথা জানানোর পর নতুন করে এই বিতর্ক দেখা দিয়েছে।
খবরে বলা হয়, পাকিস্তানের পিএমএল (এন) দলের সংসদ সদস্য তারিক ফজল চৌধুরী তার দেশের হতাহত হাজিদের খোঁজ ও পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্বে রয়েছেন।
তিনি জানিয়েছেন, সৌদি কর্তৃপক্ষ কূটনীতিকদের কাছে ১১০০ মৃতদেহের ছবি পাঠিয়েছে। এসব ছবি বিদেশে সৌদি দূতাবাস ও মিশনে দেখা যাবে।
তিনি জানিয়েছেন, ‘পরিচয় নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে শহীদদের এ সংখ্যা জানিয়েছে।’
এদিকে রবিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে একই তথ্য জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘হজে পদদলিত হয়ে নিহতদের ১ হাজার ৯০টি ছবি প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ।’
অন্যদিকে মধ্য প্রাচ্যের অন্যতম রাষ্ট্র ইরান প্রথম থেকেই দাবি করে আসছে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, পদদলনে ইরানের ১৬৯ হাজির মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১০০ জন। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছে তিন শতাধিক
প্রতিক্ষণ/এডি/ডিএইচ