মিনায় নিহত ৪১৭৩: সৌদি উপ-স্বাস্থ্যমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত হাজির সংখ্যা চার হাজার ১৭৩ জনে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। মঙ্গলবার সৌদি আরবের উপ-স্বাস্থ্যমন্ত্রী হামাদ বিন মুহাম্মদ আল দোয়েলার বরাত দিয়ে প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামাদ বিন মুহাম্মদ আল দোয়েলার বলেন, তিনি মিনায় পদদলিত হয়ে নিহতদের একটি ছবি পেয়েছেন। যাতে দেখা গেছে, ভয়াবহ ওই দুর্ঘটনায় চার হাজার ১৭৩ জন হাজি নিহত হয়েছেন।
তবে সৌদি আরবের কোনো সূত্র এ সংবাদের সত্যতা নিশ্চিত করতে পারেনি।
সৌদি আরবের এই মন্ত্রী বলেন, মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময় প্রচণ্ড তাপের কারণে হাজিরা দমবন্ধ হয়ে নিহত হয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মক্কার মিনায় প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ৭৬৯ জন হাজি নিহত হয়েছেন বলে সৌদি সরকার নিশ্চিত করেছে। গত ২৫ বছরের মধ্যে মিনার এ মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরো আট শতাধিক হাজি। মিনায় পদদলিত হয়ে ২৬ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, সর্বশেষ নিহত ২৬ জনের তালিকার মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ