মিনা দুর্ঘটনায় ১৩১ ইরানি নিহত

প্রকাশঃ সেপ্টেম্বর ২৬, ২০১৫ সময়ঃ ১১:৪২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

minaপবিত্র নগরী মক্কার অদূরে মিনায় পদদলিতের ঘটনায় নিহত ইরানি হাজিদের সংখ্যা বেড়ে ১৩১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬০ ইরানি। বৃহস্পতিবারের ঐ দুর্ঘটনায় সবমিলিয়ে সাত শয়ের বেশি  নিহত এবং আরো আট শতাধিক হাজি নিহত হয়েছেন। এসব নিহতদের মধ্যে ১৮ জন ভারতীয়, পাঁচ বাংলাদেশি এবং  চার তুর্কি রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

শুক্রবার ইরানের হজ সংস্থার প্রধান সাঈদ ওহাদি শুক্রবার রাতে স্থানীয় বার্তা সংস্থা ইরনা’কে জানিয়েছেন, মিনায় পদদলিত হয়ে তার দেশের ১৩১ জন হাজি প্রাণ হারিয়েছেন। তবে নিহতের এই সংখ্যা আরো বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা করেছেন। এ ঘটনায় আহতদেরকে আগামী সপ্তাহে তেহরানে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।

এদিকে মিনার ওই পদদলিতের ঘটনার জন্য সৌদি সরকারকে দুষতে শুরু করেছে ইরানী নেতারা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিবৃতিতে বলেছেন,‘ সৌদি সরকারকেই এই বিপর্যয়ের দায় নিতে হবে।’ গত ২৫ বছরের মধ্যে সৌদিতে এটিই সবচেয়ে বড় হজ ট্রজেডি।

এর আগে হজের আনুষ্ঠানিকতা শুরুর প্রথম দিকে মক্কার পবিত্র মসজিদুল হারামে ক্রেন ভেঙে অন্তত ১০৯ জন নিহত ও ২৩৮ জন  আহত হওয়ার কয়েকদিন পরই মিনায় পদদলিত হয়ে হাজি নিহতের ঘটনা ঘটলো। এসব ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সৌদি সরকার ।

 

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G