ক্রীড়া প্রতিবেদক
৮০ পেছনে ছিল গতকাল। মিরপুর টেষ্টে গতকাল দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান জমা করা বাংলাদেশ আজ টেষ্টের তৃতীয় দিনে নিজেদের ২য় ইনিংসে সকাল সকালই ৩ উইকেট হারিয়ে ফেলে। লাঞ্চের আগেই ৪ উইকেট নেই!
টস জিতে ব্যাট করে বাংলাদেশ ১ম ইনিংসে করে ২২৭। আর ভারত ৩১৪ রানে অলআউট।
৮৭ রানে পেছনে থাকা বাংলাদেশ আজ সকালেই দ্রুত ওপেনার শান্ত আর মুমিনুলের উইকেট হারিয়ে চাপে পড়ে।
দলীয় স্কোর ২৬/২, সাকিব-জাকির ক্রিজে, সাকিব ১৩ রানে আলতো হাতে ক্যাচ দিয়ে বিদায় নিলেন।
মিরপুরের উইকেট স্পিনারদের জন্য আজ জয়জয়কার হবে এটা জানা কথা। তাই বলে লাঞ্চের আগেই ৪ টপ অডার সাজ ঘরে!
মুশফিক ৯ রানে এলবিডব্লুর ফাঁদে পড়লেন।
দল লাঞ্চে গেল ৭১/৪ স্কোর নিয়ে, ভারতের ৮৭ রান টপকাতে আরো ১৬ দরকার।
ক্রিজে ৩৭ করা ওপেনার জাকির আর নতুন নামা লিটন কুমার দাস।