পুলিশ-ফুটবল ফ্যান সংঘর্ষে নিহত ৪০

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ৯:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

misorমিশরের ফুটবলপ্রেমীরা খেলা দেখতে আসার আগে কল্পনাও করতে পারেননি যে এটাই তাঁদের জীবনের শেষ ম্যাচ হতে চলেছে।

রবিবার খেলা দেখতে এসে প্রান হারালেন অত্যন্ত পক্ষে ৪০ জন। মৃতের সংখ্যা লাফিয়ে-লাফিয়ে বাড়ছে৷ ঘটনার আহত হয়েছেন বাইশ জন। ঘটনাটি ঘটেছে কায়রোর এয়ার ডিফেন্স স্টেডিয়ামে৷

স্থানীয় ফুটবল দল জামালেক এবং ইনপ্পি’র মধ্যকার ম্যাচের ঠিক আগ মুহূর্তে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গিয়েছে, জামালেক সমর্থকদের বিনা টিকিটে স্টেডিয়ামে ঢোকাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিবাদ৷ যার জেরে পদপিষ্ঠ হয়ে মৃত্যুমিছিল৷ জানা যাচ্ছে সমর্থকদের ঢোকার জন্য স্টেডিয়ামে একটি ছোট গেটই খোলা রাখা হয়েছিল৷ যার ফলে হুরোহুরি শুরু হয়ে যায়৷ সেটা সামলাতে পুলিশের তরফে কাদানে গ্যাসও ছোড়া হয়৷

তখনই পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় সমর্থকদের ঝামেলা৷ অতীতেও জামালেক সমর্থকরা এ ধরণের হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে৷ তাই আগে থেকেই এদিন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল৷ এই উগ্র সমর্থকরা ‘আল্ট্রা হোয়াইট নাইটস’ নামেও পরিচিত৷

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফুটবল ম্যাচকে কেন্দ্র করে টিকেট ছাড়া প্রবেশ করতে গেলে এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় সাধারণ আইনজীবী তদন্ত কমিটি পাঠিয়েছে। সংঘর্ষে নিহতদের মরদেহ কায়রো হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সেখানে তাদের পরিবার এবং স্বজনরা মরদেহ নেওয়ার জন্য অপেক্ষা করছে।

আজ থেকে বছর তিনেক আগের ফেব্রুয়ারিতেই মিশরের পোর্ট স্টেডিয়ামে ঘটে গিয়েছিল দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনা দু’দলের সমর্থকদের বিবাদে বলি দিতে হয়েছিল ৭৪ জনকে৷ শতাধিক সমর্থক আহত হয়েছিলেন৷ বছর ঘুরেছে৷ এখনও পর্যন্ত যা খবর তাতে পোর্ট সেইডের মৃতের সংখ্যা ছাপিয়ে যেতে পারে এদিন৷

প্রতিক্ষণ /এডি/জেসমিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G