মিশরে ২৫৩ জনকে যাবজ্জীবন
আন্তর্জাতিক ডেস্ক
মিশরে ২৫৩ জনকে যাবজ্জীবন দিয়েছে মিশরের সামরিক আদালত। এছাড়া অভিযুক্ত আরো ২০৩ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ঘোষণা করেছে ওই আদলত। মঙ্গলবার বিভিন্ন মেয়াদের এই কারাদণ্ড সামরিক আদালত।
এক বিবৃতিতে দেশটির সরকারি বার্তা সংস্থা মিনা জানিয়েছে, মঙ্গলবার আলেক্সজান্দ্রিয়ার এক সামরিক আদালত কায়রোর বেহেরিয়া এলাকায় একটি পুলিশ স্টেশন ও এক সরকারি ভবনে অগ্নিসংযোগের পৃথক দুটি মামলায় এই সাজা ঘোষণা করেছে।
পৃথক দুটি মামলায় ৪৫৬ জনের বিরুদ্ধে রায় ঘোষনা করেছে ওই আদালত। তবে সাজাপ্রাপ্তদের পরিচয় জানায়নি মিনা। সরকারি সম্পদ ধ্বংসের মামলায় ২৫৩ জনের বিরুদ্ধে যাবজ্জীবন এবং অন্য এক মামলায় ২০৩ জনকে ৫ থেকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়া বাকি ৫০ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
তবে বার্তা সংস্থাটি বলছে, রায় ঘোষণার সময় অভিযুক্তদের কেউই আদালতে উপস্থিত ছিলেন না। দেশটিতে ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল ব্রাদাহুডের সদস্যদের বিরুদ্ধে প্রায়ই প্রতিহিংসামূলক শাস্তি ঘোষণা করে থাকে মিশরের সামরিক সরকার যা নিয়ে আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখে পড়েছে দেশটির বিচারিক পদ্ধতি।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ