মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হাকিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় উপজেলার ঘলঘলিয়া গ্রামস্থ নিজস্ব বাসভবন অভিমূখের ঈদগাহ প্রাঙ্গনে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদর্শন ও জানাযার নামাজ পড়া হয়। নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোররাতে মৃত্যুবরন করেন তিনি। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম (গেজেট নং-১৯৮০, তাং-১৭-০১-০৬) দেবহাটার ঘলঘলিয়া গ্রামের মৃত আজিজুর রহমানের পুত্র। ১৯৭১ সালে মাত্র ২১ বছর বয়সেই তিনি স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের দাফন পূর্বে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন ও জানাযার নামাজে দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ আব্দুল গনি, অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন সহ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বিভিন্ন নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রতিক্ষণ/এডি/এআরকে