মুক্তি পেলেন মোবারকের দুই ছেলে
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম
অবশেষে কারাগার থেকে ছাড়া পেলেন মিশরের প্রাক্তন স্বৈরশাসক হোসনি মোবারকের দুই ছেলে আলা ও গামাল।
বৃহস্পতিবার তাদের কারামুক্তির বিষয়ে নির্দেশ দেন দেশটির একটি আদালত।
একটি দুর্নীতি মামলার পুনর্বিচার স্থগিত করে আল ও গামালকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন ওই আদালত।
কায়রো পুলিশের প্রধান বিবিসিকে জানিয়েছেন, প্রায় চার বছর কারাবন্দি থাকার পর হোসনি মোবারকের দুই ছেলেকে সোমবার মুক্তি দেওয়া হয়েছে।
বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে এ তথ্য জানানো হয়েছে।
কারাগার থেকে আলা ও গামাল ছাড়া পাওয়ায় স্পষ্ট হলো- আর কোনো মামলায় তাদের বিচার হচ্ছে না।
হোসনি মোবারকের বড় ছেলে আলা একজন ব্যবসায়ী। ছোট ছেলে গামাল একজন রাজনীতিক। হোসনি মোবারকের বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসে ওঠার আগে সবাই ধারণা করেছিলো গামাল তার বাবার উত্তরসূরি হচ্ছেন।
কিন্তু ২০১১ সালের বিক্ষোভে হোসনি মোবারকের পতনের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়ে যায়। ২০১১ সালের এপ্রিল মাস থেকে আলা ও গামাল কারাবন্দি হন। এর দুই মাস আগে হোসনি মোবারকের পতন হয়।
প্রতিক্ষণ /এডি/বেলা