মেঘনায় ট্রলার ডুবি, শিশুসহ নিহত দুই

প্রকাশঃ এপ্রিল ২, ২০১৫ সময়ঃ ৯:১৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৩ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

1422605715মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার মেঘনা নদীতে বালুবাহী ট্রলার ডুবে শিশুসহ দুই জন নিহত হয়েছে। বুধবার রাতে উপজেলার গুয়াগাছিয়ায়  বসুরচর সীমানাধীন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অনেক যাত্রী সাঁতরে তীরে উঠলেও এখনো নিখোঁজ রয়েছে ১৫ জন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান জানান, বুধবার রাতে ট্রলারটি মতলব উত্তর থানার বেলতলী এলাকার সোলায়মান লেংটার বার্ষিক ওরসে যাওয়ার উদ্দেশ্যে দাউদকান্দি ঘাট থেকে  অর্ধশতাধিক যাত্রী নিয়ে যাত্রা করে।

পথিমধ্যে বালুবাহী ট্রলারের বল্কহেডের সঙ্গে ধাক্কা খেয়ে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। তিনি জানান, ট্রলারডুবি হলেও অনেক যাত্রী সাঁতরে পারে উঠতে সক্ষম হয়। তবে এখনো ১৫ জন যাত্রী নিখোঁজ রয়েছে।

গজারিয়া থানার সেকেন্ড অফিসার মো. হাবিব মিয়া ঘটনাস্থল থেকে জানান, নৌডুবির ঘটনায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শিশুসহ দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেননি তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।

 

 

প্রতিক্ষণ/এডি/লিজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G