মেমনের ফাঁসি কার্যকর
নিজস্ব প্রতিবেদক
ভারতের মুম্বাইয়ে বোমা হামলার মামলায় মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামি ও মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ভাই ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় ভারতের নাগপুর কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। কারাগার সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে বৃহস্পতিবারই ৫৪ বছর বয়সে পা রাখছেন এ হামলায় অর্থ সরবরাহে অভিযুক্ত মেমন।
১৯৯৩ সালে মুম্বাইয়ে ১৩টি সিরিজ বোমা হামলায় অন্তত ২৫৭ জন লোক মারা যায়। ওই ঘটনায় করা মামলায় ২০০৭ সালে ইয়াকুবকে মৃত্যুদণ্ড দেয় দেশটির আদালত। এরপর উচ্চ আদালতে আপিল করলে রায় বহাল রাখে আদালত।
এদিকে ইয়াকুব মেমনের এ সর্বোচ্চ শাস্তি নিয়ে ভারতজুড়ে চলছে তর্ক-বিতর্ক। লঘু পাপে তাকে গুরু দণ্ড দেওয়া হচ্ছে অভিযোগ করছেন অনেকেই। মানবাধিকারকর্মী, বাম রাজনৈতিক ব্যক্তিত্বরা তার সাজা কমানোর জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন। তবে দেশটির সুপ্রীম কোর্টে ইয়াকুব মেমনের করা প্রাণভিক্ষার আবেদন বুধবার বিকেলে খারিজ হয়ে গেছে।
এর আগে ২০১৪ সালের মে মাসে মৃত্যুদণ্ড মওকুফ চেয়ে তার পক্ষে পাঠানো আবেদন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি খারিজ করে দেন। সেবার ইয়াকুবের ভাই আবেদন করেছিলেন।
প্রতিক্ষণ/ডেস্ক/সজল