মেয়র বুলবুল দায়িত্বে ফিরলেন

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৭ সময়ঃ ১২:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২১ অপরাহ্ণ

আদালতের আদেশে ফের দায়িত্বে ফিরেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

আজ বুধবার বেলা সোয়া ১১টায় নগর ভবনে আসেন মেয়র। সাড়ে ১১টার দিকে তিনি নিজ আসনে বসেন।

আদালতের আদেশ নিয়ে দীর্ঘদিন পর গত শনিবার দায়িত্বে ফেরার পাঁচ মিনিটের মাথায় বরখাস্ত হয়েছিলেন মেয়র বুলবুল। মামলায় অভিযোগপত্রে নাম থাকায় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবেই তাঁদের বরখাস্ত করা হয়েছে বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর পরদিনই আদেশ চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন বুলবুল। গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের শুনানি শেষে স্থানীয় সরকার ব্ভিাগের আদেশ স্থগিত করেন। এ আদেশের পর আজ কাজে ফিরতে আর কোনো বাধা ছিল না বুলবুলের।

২০-দলীয় জোটের সরকারবিরোধী আন্দোলনের সময়ে নাশকতার চার মামলায় পুলিশ বুলবুলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের পর ২০১৫ সালের ৭ মে তাঁকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বুলবুল। সেই রিটের পরিপ্রেক্ষিতে একই বছর ২৮ মে বরখাস্তের আদেশ স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G