মোহাম্মদপুরে বাসে ককটেল
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :
রাজধানী ঢাকার মোহাম্মাদপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপ করেছে অজ্ঞাতরা। এতে আমিনুল ইসলাম নামে এক পোশাক শ্রমিক আহত হয়েছে।
মঙ্গলবার ভোর পাঁচটার দিকে এ ককটেল হামলা হয়।
আহত আমিনুলকে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি গাইবান্ধার গৌবিন্দগঞ্জের বামনা চন্দ্র শিখর। তিনি কামরাঙ্গিরচরে বাসা ভাড়া করে বসবাস করেন।
আহত আমিনুল জানান, তিনি নিউ আরাফাত ফ্যাশনে কাজ করেন। রাতে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে চ্যাম্পিয়ন নামে একটি বাসে উঠেন। ভোর পাঁচটার দিকে বাসটি মোহাম্মাদপুর বেড়িবাঁধে পৌঁছালে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এতে তিনি আহত হন।
প্রতিক্ষণ/এডি/সোহাগ