ময়মনসিংহের ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন

প্রকাশঃ জুলাই ১০, ২০১৫ সময়ঃ ১২:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

দসব্জবঞ্জবময়মনসিংহে যাকাতের কাপড় নিতে গিয়ে ভীড়ের মধ্যে পদদলিত হয়ে  ৩৫  জন নিহত হওয়ার ঘটনায় পুলিশ সদর দফতর থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটির প্রধান করা হয়েছে ঢাকা জেলার অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলামকে।

কমিটির অন্য সদস্যরা হলেন, এপিবিএনের কমান্ডেন্ট মোস্তফা কামাল এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডি অ্যান্ড পিএস বিভাগের এএসপি আফজাল হোসেন।

কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে পুলিশ হেডকোয়ার্টারে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ তথ্য  নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান।

শুক্রবার ভোর ৫টার দিকে ময়মনসিংহের শহরের নূরানী জর্দা কারখানায় জাকাত নিতে এসে পদদলিত হয়ে ৩৫ জন নিহত হয়। এ ঘটনায় কারখানার মালিকসহ ৮জনকে আটক করেছে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G