ময়মনসিংহে মহান মে দিবস পালিত
ময়মনসিংহ প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:
“শ্রমিক মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি”এই স্লোগানকে প্রতিপাদ্য করে বর্ণাঢ্য রালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ময়মনসিংহে মহান মে দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসনেরর উদ্যোগে বিভিন্ন শ্রমিক সংগঠন অংশগ্রহণে টাউন-হল কেন্দ্রীয় শহিদ মিনার হতে র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালিতে ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান উপস্থিত ছিলেন।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আবু আহম্মেদ আল মামুন, জেলা মটরযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, জেলা সিভিল সার্জন এ কে এম মোস্তফা কামাল, অটোবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ।
শ্রমিক দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন শহরে গাড়ি বহরে গান, আনন্দভ্রমণ করে। এদিকে জেলা শ্রমিকলীগ বিকাল ৩টায় রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে জনসভা করে। অপরদিকে জেলা জাতীয়তাবাদী শ্রমিকদল শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা করে।
প্রতিক্ষণ/এডি/রাসেল/আরেফিন