ময়মনসিংহে রেজিস্টার্ড নার্সদের মানববন্ধন
ময়মনসিংহ প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:
“ত্যাগের মহিমায় রহিব সমুজ্জল, সেবার প্রদীপ করিব প্রজ্জলন”এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে রেজিস্টার্ড নার্সরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রোববার সকাল ১০টা প্রেসক্লাবের সামনে স্টুডেন্টস ওয়েলফার এসোসিয়েশন ময়মনসিংহ নার্সিং কলেজ এই কর্মসূচি পালন করে।
মানববন্ধনে যুগোপযোগী নিয়োগবিধি প্রণয়নের মাধ্যমে ৪(চার) বছর মেয়াদী বিএসসি ইন-নার্সিং কোর্স সম্পন্নকারী রেজিস্টার্ড নার্সদের ১ম শ্রেণীর পদমর্যাদা প্রদান সহ বিভিন্ন শূন্য পদে সরকারী চাকুরিতে নিয়োগের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে ১ দফা দাবী বাস্তবায়ন না হলে দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি আরো জোরদার করা হবে।
উল্লেখ্য,বর্তমান সরকারের আমলে ২০০৮ সাল থেকে বাংলাদেশে বিএসসি ইন-নার্সিং কোর্স চালু হয়।
প্রতিক্ষণ/এডি/রাসেল/আরেফিন