যশোরে অর্ধশত টিয়া পাখি উদ্ধার
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
জেলার নিউমার্কেট খাজুরা বাসস্টান্ড এলাকা থেকে অর্ধশত বিদেশি টিয়া পাখি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর রাতে পাখিগুলো উদ্ধার করে বিকেলে খুলনা বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়।
র্যাব-৬ (যশোর) ক্যাম্পের এএসপি শাহেদ আহমেদ বাং এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৬৬৬১) একটি বাসে তল্লাশী করে ৫০টি বিদেশি টিয়া পাখি উদ্ধার করা হয়।
বিকেলে খুলনা বন্যপ্রাণি বিভাগের কর্মকর্তারা এসে পাখিগুলোকে বিদেশি টিয়া জাতীয় পাখি (Exotic Parrot) হিসেবে শনাক্ত করেন।
র্যাব-৬ (যশোর) ক্যাম্পের মেজর আশরাফ উদ্দিন বলেন, এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় ওই পাখি বহনকারী বেনাপোলের গাতীপাড়া এলাকার মোশারফ হোসেনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পাখিগুলোর দাম কমপক্ষে সাড়ে তিন লাখ টাকা হবে বলে জানান মেজর আশরাফ উদ্দিন।
প্রতিক্ষণ/এডি/রাজ