যশোরে মৌমাছির কামড়ে শিক্ষকের মৃত্যু
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
যশোরে মৌমাছির কামড়ে বাদশা মিয়া (৪০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে ছাইবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থানকালে এ ঘটনা ঘটে। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিক্ষক বাদশা মিয়া যশোরের বাঘারপাড়া উপজেলার ছাইবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
তিনি বাঘারপাড়ার খলসি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাইবাড়িয়া সরকারি প্রাইমারি স্কুলের টিনের চাউনিতে মৌমাছির বড় একটি চাক ছিল। স্কুল ছুটির পর এলাকার কয়েক যুবক ওই মৌমাছির চাক ভেঙ্গে ফেলে। এসময় স্কুলের সহকারী শিক্ষক বাদশা মিয়া সেখানে দাঁড়িয়ে ছিলেন। মৌমাছি দলবেঁধে এসে বাদশা মিয়ার শরীরে হুল ফুটায়।
এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করে। বিকেল ৫টার দিকে তিনি মারা যান। যশোর ২৫০ শয্যা হাসাপাতালের চিকিৎসক নাজনীন নাহার নীলা বিষয়টি নিশ্চিত করেছেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে ওই স্কুলের টিনের ছাউনিতে থাকা একটি মৌচাক স্থানীয় কয়েকজন যুবক ভেঙে দেয়। এতে মৌমাছি ছড়িয়ে পড়ে ও বাদশা মিয়াকে কামড়ে দেয়।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
প্রতিক্ষণ/এডি/রানা