যাত্রাবাড়ীতে সংঘর্ষে গুলিবিদ্ধ এক
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.
রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র শিবির ও পুলিশের মধ্যে সংঘর্ষে আবদুল্লাহ আল মামুন (২০) নামে এক শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (০৮ মার্চ) রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ধলপুর ইসলামী হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, এদিন রাতে হরতাল সমর্থনে শিবিরের ২০ থেকে ২৫ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। মিছিল শেষে তারা পরপর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও যাত্রীবাহী বাস ভাংচুর চালায়।
এসময় পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও হাতবোমা ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও তাদেরকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে।
আতিকুর আরও জানান, এ ঘটনায় মামুনের পায়ে একটি রাবার বুলেট বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
এছাড়া শিবির কর্মীদের ভাংচুরের সময় কমপক্ষে পাঁচ থেকে ছয়জন বাসযাত্রী আহত হয়েছেন। এর মধ্যে দুইজন শিশু। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানান তিনি।
প্রতিক্ষণ/এডি/রাজন