যানজট কমাবে ‘কোবট’

প্রকাশঃ মে ১৭, ২০১৫ সময়ঃ ১১:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

et-foldable-electric-scooter-3এটি একটি রোবট স্কুটার। চাইলেই ভাঁজ করে আকার কমানো যায়। আবার স্মার্টফোনের মাধ্যমে সহজে নিয়ন্ত্রণও করা যায়। এক আসনের এই রোবট স্কুটারের নাম রাখা হয়েছে ‘কোবট’।

সম্প্রতি জাপানের রাজধানী টোকিওর এক মোটরযান প্রদর্শনীতে স্কুটারটি প্রদর্শন করা হয়। কাওয়া ও তেমজাক নামের দুটি প্রতিষ্ঠান যৌথভাবে এটি তৈরি করেছে।

নির্মাতাদের দাবি, জনবহুল শহরে যানজট ও গাড়ি রাখার বিড়ম্বনা কমাতে সহায়তা করবে কোবট। তিন চাকার এ যান ভাঁজ করে এক বর্গমিটার (প্রায় ১০ বর্গফুট) জায়গার মধ্যে রাখা যায়। কোবট প্রতি ঘণ্টায় পাড়ি দিতে পারে ৩০ কিলোমিটার পথ।

কাওয়ার প্রেসিডেন্ট ইয়োশিতো শেরিতা বলেন, এটি খুব ছোট একটি স্কুটার, যা মনভরা ফুর্তি নিয়ে চালানো যাবে।বিদ্যুৎচালিত বলে এটি দূষিত ধোঁয়া ছাড়বে না। এ জন্য এটি হবে পরিবেশবান্ধব।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G