যুক্তরাজ্যে ভোট গণনা চলছে
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
যুক্তরাজ্যের ৫৬তম জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা (বাংলাদেশ সময় দুপুর ১২টা) থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলে রাত ১০টা (বাংলাদেশ সময় রাত ৩টা) পর্যন্ত। দেশের প্রায় ৫০ হাজার কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটার সংখ্যা ছিলো প্রায় ৫ কোটি। ভোটগণনা শেষে স্থানীয় সময় শুক্রবার বিকেলে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
মোট ৬৫০টি আসনের মধ্যে সর্বশেষ ৫৯৯ টি আসনের ফল পাওয়া গেছে।
বুথ ফেরত জরিপের ফল জানিয়েছে, এবারে নির্বাচনে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাবে বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের দল কনজারভেটিভ পার্টি। তবে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলেও আভাস দিয়েছে সেই জরিপ।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ফলাফল : ঘোষণা ৫৯৯/৬৫০
কোন দল কত আসন পেল
লেবার কনজারভেটিভ টোরি এসএনপি ডিইউপি লিব ডেম অন্যান্য
২১৯ ২৯৩ ৫৬ ৮ ৮ ১৫
২০১০-এর নির্বাচনের তুলনায় কোন দল কত আসন হারাল বা জিতল
দল জিতল হারাল
লেবার ১৬ ৪৬
কনজারভেটিভ ২১ ৭
এসএনপি ৪৮ ০
ডিইউপি ১ ১
লিব ডেম ০ ৩৩
তথ্যসূত্র : বিবিসি।
প্রতিক্ষণ/এডি/জেসমিন