যুক্তরাষ্ট্রে সিনেমা হলে ৩ জন গুলিবিদ্ধ

প্রকাশঃ জুলাই ২৪, ২০১৫ সময়ঃ ১:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

সিনেমাযুক্তরাষ্ট্রে লুইজিয়ানা অঙ্গরাজ্যে একটি সিনেমা হলে বন্দুকধারীর গুলিতে তিন নিহত হয়েছে। পরে ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিনেমা শুরু হওয়ার ২০ মিনিট পর ওই বন্দুকধারী গুলি করা শুরু করে। ওই সময় ট্রেনরেক নামে একটি চলচ্চিত্র দেখানো হচ্ছিল। ওই বন্দুকধারী প্রায় ছয়টি গুলি করে।

স্থানীয় পুলিশ প্রধান জিন ক্রাফট জানান, হামলাকারী ৫৮ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ । ওই বন্দুকধারীর গুলিতে সাতজন আহত হন। পরে তিনি নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলেও জানান তিনি।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, লাফায়েত শহরের গ্রান্ড ১৬ নামে ওই সিনেমা হলে এ সময় ‘ট্রেনরেক’ নামের একটি চলচ্চিত্র দেখানো হচ্ছিল।
প্রতিক্ষণ/ডেস্ক/সজল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G