যুদ্ধে কিলার রোবট ব্যবহারে মতভেদ
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
যুদ্ধের সময় রোবট ব্যবহার করে শত্রুকে ঘায়েল করার ধারণাটি কতখানি আইনসিদ্ধ আর কতখানি নৈতিক তা নিয়ে সুইটজারল্যান্ডের জেনেভা শহরে চলছে এক আন্তর্জাতিক সম্মেলন।
মানবাধিকার সংস্থা, অস্ত্র বিশেষজ্ঞ এবং জাতিসংঘের বেশ ক’টি সদস্য দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়েছেন। যুদ্ধক্ষেত্রে কিলার রোবট নামে পরিচিত এই স্বয়ংক্রিয় অস্ত্র এককভাবে সিদ্ধান্ত নিতে পারে যে কোন শত্রুকে সে হত্যা করবে কি না।
আজ মঙ্গলবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কিলার রোবট পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে এবং এখন পর্যন্ত এগুলো কোন লড়াইতে সেগুলো ব্যবহার করা হয়নি। কিন্তু এই ধরনের অস্ত্রকে ঘিরে যেসব প্রশ্ন উঠছে তা হলো: লড়াইয়ের সময় মানুষের সাহায্য ছাড়াই এই অস্ত্র কিভাবে সিদ্ধান্ত নেবে যে কাউকে হত্যা করা হবে কি না? কিভাবে এই কিলার রোবট সিদ্ধান্ত নেবে কোন্টি সামরিক এবং কোন্টি বেসামরিক লক্ষ্য? ব্যাপক হত্যাযজ্ঞ বা গণহত্যার মত কোন ঘটনা যদি কিলার রোবটের হাতে ঘটে তাহলে, তাহলে তার দায়দায়িত্ব কে নেবে? কে সাজা পাবে?
এ ব্যাপারে মানবাধিকার সংস্থাগুলো বলছে, ২০ বছর আগে দৃষ্টি বিনষ্ট করতে সক্ষম লেজার অস্ত্র যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল, এই কিলার রোবটও তেমনিভাবে এখনই নিষিদ্ধ করা উচিত। তবে কোন কোন দেশ মনে করছে, মানুষের কার্যকর নিয়ন্ত্রণ বজায় রেখে সীমতি পর্যায়ে এই অস্ত্র ব্যবহারে অনুমতি দেয়া উচিত।
তবে ‘কার্যকর নিয়ন্ত্রণ’-এর সংজ্ঞা কী হবে, তা নিয়ে মতভেদ রয়েছে সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে ।
প্রতিক্ষণ/এডি/পাভেল