যুদ্ধ না হলেও হয়ত দেশে অর্থনৈতিক মন্দা আসতো : জিএম কাদের
বিশেষ প্রতিবেদন
‘করোনা ও রাশিয়া–ইউক্রেন যুদ্ধ দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের একটি কারণ। কিন্তু যুদ্ধ না হলেও হয়ত দেশে এই অর্থনৈতিক মন্দা আসতো। সেক্ষেত্রে হয়তো মন্দা আসতে আরও কিছু সময় লাগতো’ – কথা গুলো বলেছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
জাতীয় সংসদের ২০ তম অধিবেশনের রবিবার সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের মন্দা পরিস্থিতি প্রসঙ্গে জিএম কাদের সংসদে বলেন, দেশের রিজার্ভ কমা শুরু হয়েছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার ছয়-সাত মাস আগে। যুদ্ধ শুরু হওয়ার পর রিজার্ভ কমার পরিমাণ বেড়েছে। বড় সংকট হলো বাংলাদেশ ব্যাংক নিজস্ব পদ্ধতির হিসাবে বলছে রিজার্ভের পরিমাণ ৩৫ দশমিক ৮৫ ডলার। কিন্তু আইএমএফ বলছে রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। আইএমএফের কাছে বাংলাদেশ সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ চেয়েছে। সেটা পাওয়া গেলেও রিজার্ভের অবস্থা সুখকর হবে না। বৈদেশিক মুদ্রার সংকট এখন বড় ধরনের সংকট।’
বিশেষজ্ঞদের বক্তব্যের রেফারেন্স দিয়ে জিএম কাদের বলেন, এই পরিস্থিতির জন্য কিছু উচ্চাভিলাষী প্রকল্প দায়ী। এগুলোর যথাযথ সম্ভাব্যতা যাচাই করা হয়নি। বাস্তবায়নে বারবার সময় ও ব্যয় বাড়ছে। মানুষ মনে করছে রিজার্ভ সংকট চলছে। সংকট বাড়ছে। বৈদেশিক মুদ্রা প্রতিদিন কমছে। টাকার মূল্যমান কমে যাচ্ছে। একটি বিপর্যয়কর পরিস্থিতির দিকে দেশ যাচ্ছে।