যে দোকানে ক্রেতা আছে কিন্তু বিক্রেতা নেই!

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৬ সময়ঃ ২:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১১ অপরাহ্ণ

Arif-1

Arif-2

প্রতিক্ষণের পাঠকদের জন্য  আরিফ হোসাইনের চমৎকার চিন্তার লেখাটি তার  ফেইসবুক পাতা থেকে  হুবহু নেওয়া হলো:

গাজীপুরে একটা স্কুল আছে

স্কুলের ভিতরেই, একটা ষ্টেশনারীর দোকান আছে

সেই দোকানটা একটা মজার কনসেপ্টে চলে

দোকানে কোনও বিক্রেতা নেই

বাচ্চারা দোকানে এসে, পেন্সিল রাবার খাতা কলম যা লাগবে তা নিয়ে, দোকানে রাখা বাক্সে সেটার টাকা রেখে যায়

ভাংতি না থাকলে সেই বাক্স থেকে নিজেই ভাংতি বের করে চেইঞ্জ করে নেয়

মাস শেষে অডিট করে দেখা গেলো, একটা টাকাও এদিক ওদিক হয়নি

বাচ্চারা আসে… জিনিসের দাম দেখে… সেই দাম বাক্সে রেখে জিনিসটা ব্যাগে ঢুকিয়ে নিয়ে চলে আসে

এই বয়সী একটা বাচ্চার জন্য একটা কালারফুল রাবার বা পেন্সিলের লোভ কিন্তু স্বাভাবিক

ইচ্ছে করলেই পকেটে ঢুকিয়ে ফেলতে পারে… কেউ তো নেই দেখার

কিন্তু তারা তা করছে না

স্কুলের ৩১৭ টা বাচ্চার একটা বাচ্চাও তা করছে না

গত ৩ বছর থেকেই করছে না

তারা কিন্তু শিখে গেছে, ভালো কাজ কি আর মন্দ কাজ কি

যখন লিখছি, গর্বে বুকটা ফুলে যাচ্ছে

গতসপ্তাহে দেখলাম কুষ্টিয়ার কুমারখালী রেলওয়ে স্টেশনে এরকমই একটা দোকান খুলে বসেছেন শিপন নামের এক হকার

দোকানের ভেতর থরে থরে সাজানো আছে লুঙ্গি, গামছা, তোয়ালে ও রুমাল … আছে প্রতিটি পণ্যের গায়ে দাম লেখা ট্যাগ

দাম দেখে পণ্য কেনার পর ক্রেতারা যাতে নির্দিষ্ট দাম দিতে পারেন, এ জন্য রাখা আছে একটি ক্যাশবাক্স … দোকানটায় শুধু নেই কোন বিক্রেতা

দোকানের গায়ে বড় করে লেখা, “দোকানদার ছাড়া বিক্রয় কেন্দ্র”

মজার ব্যাপার একটা টাকাও এদিক ওদিক হচ্ছে না… একটা লুঙ্গি, গামছা, তোয়ালেও এদিক ওদিক হচ্ছে না

… যখন লেখাটা লেখছি তখন ইন্টারন্যাশনাল নিউজে দেখাচ্ছে ‘অপরাধীর অভাবে জেলখানা বন্ধ করে দিচ্ছে নেদারল্যান্ডস’

তারা ২০১৩ সালে কয়েদির অভাবে ১৯ টা জেলখানা বন্ধ করে দেয়

২০১৫ সালে আরও ৫ টি জেলখানা বন্ধ করে দেয় তাদের সরকার

সেখানে বেকার হয়ে পড়েছে প্রায় ২ হাজার কারাকর্মী

শেষমেশ নরওয়ে থেকে ২৪০ জন কয়েদিকে আমদানি করেছে তারা … কারাবন্দির অভাবে অপরাধি ভাড়া করে জেলখানা চালু রাখতে হচ্ছে

অবাক হওয়ার মতো কিছু নেই … সেখানে আপনার-আমার বয়সী একটা জেনারেশান জেগে উঠেছিল বছর দশেক আগে

পুরো আনাচে কানাচে বদলে ফেলে এই বেসরকারি জেনারেশান

শুধু দৃশ্যমান বদল না… মানসিক ভাবেও তারা চেইঞ্জ নিয়ে আসে

যার রেজাল্ট, আজকে তারা পাচ্ছে

আমিও আমাদের দেশের এই জেনারেশান নিয়ে আশাবাদী

চেইঞ্জ আনলে, এই জেনারেশানই আনতে পারবে

ইটস নাও ওর নেভার…

আমি আমার দুই মেয়ে যে স্কুলে পড়ে, সেই স্কুলের প্রিন্সিপালকে বলেছি, এরকম একটা ষ্টেশনারী দোকান খুলেন

তিনি বললেন, কথা দিলাম এই বছরেই খুলবো

আসেন না যে যার জায়গা থেকে এগিয়ে আসি… একটা না হাজারটা ওয়ে আছে

আপনি আনুন আপনার মতো করে আপনার আয়ত্তের মাঝে পরিবর্তন

সবাই যদি নিজের আয়ত্তের দায়িত্ব নেই, রেজাল্ট আজ থেকে ৮/১০ বছর পরে জাতি পাবেই পাবে

আসেন না বুড়ো বয়সে নাতি-নাতনীদের গল্প বলার মতো কিছু করি… একঘেমেয়ি না করে ফেলি জীবনটা… বোরিং না করে ফেলি তাদের দাদাভাইয়ের কাছে গল্প শুনার সময়টা

I’m going to make the rest of my life the best of my life…. U?

Hossain

প্রতিক্ষণ/ এডি/শাআ

===========

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G