যোগাযোগ ও জ্বালানি খাতে সহায়তা বাড়াবে বিশ্বব্যাংক

প্রকাশঃ এপ্রিল ১৯, ২০১৫ সময়ঃ ৭:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১০ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

WORD_BANKবাংলাদেশের যোগাযোগ ও জ্বালানি অবকাঠামো খাতে সহায়তা বাড়ানো হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

রোববার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজনীয় ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে উন্নয়ন নীতিমালা বাস্তবায়নেও সহায়তা দেবে সংস্থাটি।

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের ওয়াশিংটন সদর দফতরে শুক্রবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মুলিয়ানি ইনদ্রায়াতিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G