পেট্রোল বোমায় আরও ১ জনের মৃত্যু
রংপুরে মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় অগ্নিদগ্ধ বৃদ্ধা তছিরন (৫০) মারা গেছেন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাকে রংপুর সিএমএইচ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এতে ওই বাসে হামলার ঘটনায় নিহতের সংখ্যা ৫ জনে দাঁড়াল।
তছিরনের স্বামীর নাম জসিমউদ্দিন। তার বাড়ি কুড়িগ্রামের কাশিমবাজার এলাকায়। তিনি ঢাকায় আসতে কুড়িগ্রামের উলিপুর থেকে গাড়িতে উঠেছিলেন। ঢামেকের কর্তব্যরত চিকিৎসক ডা. সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তছিরনকে ঢাকায় পাঠানো হয়েছিল।
স্বজনরা জানিয়েছেন, তসিরন বেগমের পরিবারের আরেক সদস্য মিনারা বেগমও (২৫) ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
ওই সময় রমেকের বার্ন ইউনিটের ইন্টার্নি আমিমুল আহসান রাফি জানিয়েছিলেন, তছিরনের শরীরের ৯০ ভাগ ঝলসে গেছে। এছাড়া মিনারা বেগমের অবস্থাও আশঙ্কাজনক। তাদের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাত দেড়টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বাতাসনগ্রাম এলাকায় ঢাকা- রংপুর মহাসড়কে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসে পিকেটাররা পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে অগ্নিদগ্ধ হয়ে বাসের মধ্যেই এক শিশুসহ ৪ জন মারা যায়। দগ্ধ হন অন্তত ২০ জন।
অগ্নিদগ্ধ এসব রোগীকে রমেক ও সম্মিলিত সামরিক হাসপাতাল এবং মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।