রবি দিচ্ছে বিনামূল্যে ইন্টারনেট

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৫ সময়ঃ ৫:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষন ডট কম

robi-tips-online-dhaka-guideমোবাইল ফোন অপারেটর রবির গ্রাহকেরা এখন থেকে বিনামূল্যে প্রতিদিন ৫ মেগাবাইট ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে এ জন্য তাদের অপেরা মিনি ব্রাউজার ব্যবহার করতে হবে।রাজধানীর সোনারগাঁও হোটেলে বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে গ্রাহকদের জন্য এ অফার ঘোষণা করেন রবি চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাব উদ্দিন আহমেদ। এ সময় অপেরা সফটওয়্যারের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট সুনীল কামাথ উপস্থিত ছিলেন। তিনি অফারটির বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অনলাইন মার্কেট বিক্রয়ডটকম এ অফারের পৃষ্ঠপোষকতা করছে। আপাতত প্রতিদিন ৩০ হাজার গ্রাহক এ সুবিধা ভোগ করবে। পরবর্তীতে এ সংখ্যা বাড়ানোর চেষ্টা থাকবে বলে জানায় রবি।
সুনীল কামাথ বলেন, ‘রবি গ্রাহকরা এ ফ্রি ইন্টারনেট কুপনের মাধ্যমে ওয়েব ব্রাউজিং, ছবি আদান-প্রদান, সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করা, ই-মেইল দেখাসহ আরো অনেক সুযোগ উপভোগ করতে পারবেন।’মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘দেশে এখন ১২ শতাংশ গ্রাহক স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছে। বাকি গ্রাহকদের কাছেও যেতে চাই। অপেরা মিনির সঙ্গে রবির উদ্যোগ এ লক্ষ্য অর্জনে সহায়তা করবে।’

 

প্রতিক্ষণ/এডি/জেমস

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G