রবীন্দ্রনাথের নোবেল পদক কোথায়?

প্রকাশঃ আগস্ট ৬, ২০১৬ সময়ঃ ১২:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

robi nobleবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরি নিয়ে আবারও ভারতের পশ্মিমবঙ্গ রাজ্য সরব হয়ে উঠেছে। এ বিষয়ে যাবতীয় কাগজপত্র চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য সরকার।

রাজ্যের স্বরাষ্ট্রসচিব মলয় দে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিংকে (ডিওপিটি) ঐ চিঠি দেন। এবার রবীন্দ্রনাথের নোবেল পদক চুরির তদন্তে নামতে চায় রাজ্য সরকারই।

গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্রীয় সরকার (সিবিআই) নিজেরা তো পারছে না! আমাদের দিলে আমরা চেষ্টা করে দেখতে পারি। রবীন্দ্রনাথের নোবেল নিয়ে সারা দেশের সেন্টিমেন্ট আছে। সেই নোবেল পদক কোথায় গেল, তা জানা দরকার।’

রাজ্যের মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে ডিওপিটিকে চিঠি দিয়ে ঐ মামলার অগ্রগতি এবং সিবিআই কী করতে চায়, জানতে চাওয়া হয়েছিল। সেবার জবাব আসেনি। এখন মুখ্যমন্ত্রী বিষয়টি তুলেছেন। তাই আমরা আবার কেন্দ্রকে চিঠি দিয়ে এ নিয়ে জানতে চাইছি।

২০০৪ সালের ২৫ মার্চ রবীন্দ্রভবনের সংগ্রহশালা থেকে নোবেল পদকসহ ৫০টি মূল্যবান সামগ্রী চুরির বিষয়টি জানাজানি হয়। মমতা তখন বিরোধীদলীয় নেত্রী ছিলেন। প্রথম থেকেই তিনি নোবেল চুরির পিছনে চক্রান্ত ও ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন। চুরির কয়েক দিন পরেই শান্তিনিকেতনে বিশ্বভারতীতে গিয়ে তিনি ঐ ঘটনার সিবিআই তদন্ত চেয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন বাম সরকারের ওপর চাপ তৈরি করেন। পরে দিনই শান্তিকেতনে গিয়ে সিবিআই তদন্তের কথা ঘোষণা করেন বুদ্ধদেব।

সে সময়ের বিরোধী নেত্রী মমতা আজও মনে করেন, প্রকৃত তদন্ত হলে নোবেল খুঁজে পাওয়া অসম্ভব নয়। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথের সম্মান শুধু বাংলার নয়, গোটা বিশ্বের।’ সূত্র : আনন্দবাজার।

প্রতিক্ষণ/এডি/একে

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G