রাঙামাটিতে রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন
সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটি শহরের পুলিশ হাসপাতাল এলাকার জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে অবরুদ্ধ করার প্রতিবাদে মানববন্ধন করেছে পুলিশ হাসপাতাল এলাকাবাসী।
আজ শনিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসী জানান, এই এলাকায় দীর্ঘ দিন ধরে তারা বসবাস করে আসছে। বিগত রাঙামাটি পুলিশ সুপার পুলিশ লাইনের সীমানা নির্ধারণের জন্য প্রাচীর তৈরি করে। সে সময়ে জনসাধারণের চলাচলের জন্য কিছু ফটক রাখা হয়েছিলো। কিন্তু এই ফটকগুলোও বর্তমানে বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে জনসাধারণ চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। এখন তাদের বসতবাড়ি থেকে বাহিরে এবং বাহির থেকে বসতবাড়িতে যাওয়ার কোনো রাস্তা অবশিষ্ট নেই।
এলাকাবাসী আরো বলেন, আমরা কারো বিপক্ষে আন্দোলন করছি না। আমরা শুধু মাত্র আমাদের চলাচলের রাস্তার দাবিতে আন্দোলন করছি। আমাদেরকে একটি নিদিষ্ট স্থানে চলাচলের জন্য রাস্তা খুলে দেওয়া হোক। আমরা সকলে সেই পথেই যাতায়াত করবো।
মানবন্ধনে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড কাউন্সিলার পুলক দে, এলাকাবাসী পক্ষ থেকে ছালেহা আক্তার, শাহ আলম, মো: জসিম উদ্দীন, বাবুল দাশ এবং আব্দুল কুদ্দুস প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/সাই