রাজধানীতে চলছে ঢিলে ঢালা হরতাল
নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী টানা ২৪ ঘণ্টার হরতাল চলছে। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় সুপ্রীম কোর্টের আপিল বিভাগ বহাল রাখায় দলটি এ হরতালের ঘোষণা দেয়।
তবে রাজধানীতে হরতালের তেমন কোন প্রভাব দেখা যায়নি।বরং বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে গণপরিবহনের সংখ্যা যেনো আরও বাড়ছে। পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যা চোখে পড়ার মতো।
প্রতিদিনের মতোই রাস্তায় প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটর সাইকেল চলাচল করতে দেখা যায়। কথাও কোথাও প্রতিদিনের মতো যানজটের চিত্র দেখা যায়।
প্রতিক্ষণ/এডি/জুয়েল