রাজধানীর গুলশান ও বনানীতে ককটেল বিস্ফোরণ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ৯:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

koktelঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গুলশান-২ এর কাঁচাবাজারের সামনের সড়কে দুইটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার  বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, মার্কেটের কাঁচাবাজারের কাছে হঠাৎ করে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

এ সময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। এর ঠিক পরেই ওই সড়কের একটি গাড়ি লক্ষ্য করে আরেকটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এবিষয়ে গুলশান থানার ডিউটি অফিসার এএসআই সুলতানা ককটেল বিস্ফোরণের ঘটনাটি অস্বীকার করে বলেন, ‘কোনো ককটেল-টকটেল ফুটে নাই, ফুটে নাই। থানায় এরকম কোনো সংবাদ আসেনি।’

এদিকে, রাজধানীর বনানী থানার সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী আবদুর রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হঠাৎ করে কে বা কারা পরপর ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে করে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বিভিন্ন দিকে দৌড়াতে শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তল্লাশি শুরু করে।

বনানী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফরিদা পারভিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রতিক্ষণ /এডি/জামাল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G