রাজশাহীতে ঝুঁকিপূর্ণ শ্রমে শিশুদের ব্যবহার
আসিফ মাহমুদ ইমন
রাজশাহী জেলায় চলছে ঝুঁকিপূর্ণ শ্রমে শিশুদের ব্যবহার। অভাবের তাড়নায় জেলাটিতে বাড়ছে লেখাপড়া ছেড়ে কর্মস্থলে যোগ দেওয়া শিশুদের সংখ্যা। নির্ধারিত কর্মঘন্টার চেয়ে অধিক শ্রম দিয়ে এইসব শিশুরা পাচ্ছে নূন্যতম পারিশ্রমিক। এই নিয়ে শ্রমজীবী শিশুরা জানায়,
‘‘ মালিক খালি বকা দেয়। বলে, কাজ করছিস না কেন? বসে আছিস কেন? ’’
রাজশাহীতে শতকরা ৪০ ভাগ শিশু ঝুঁকিপূর্ণ বিভিন্ন কাজে নিয়োজিত। সমন্বয়হীনতার কারণে সরকারী ও বেসরকারী পর্যায়ের গৃহীত বিভিন্ন পদক্ষেপের
সুফলতা পাচ্ছে না কর্মজীবী শিশুরা এমনটিই মত, বিভিন্ন এনজিও সংস্থার। তাদের মতে,
‘‘ শ্রমজীবী শিশুদের নিরাপদ রাখার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে, সমস্যাটা হলো আমাদের নিজেদের মধ্যে কোন সমন্বয় নেই। সরকারী ও বেসরকারী পর্যায়ে আমাদের কাজগুলোর সমন্বয় করতে হবে। ’’
শিশুশ্রম রোধে শুধু আইন করে নয়, আইনের জোরালো প্রয়োগ ও সকলের সচেতনতাই পারে, ঝুঁকিপূর্ণ শ্রমে শিশুদের ব্যবহার রোধ করতে।